উপরাষ্ট্রপতি নির্বাচনে মার্গারেটকেই সমর্থন শিবসেনার

author-image
Harmeet
New Update
উপরাষ্ট্রপতি নির্বাচনে মার্গারেটকেই সমর্থন শিবসেনার

নিজস্ব সংবাদদাতাঃ উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাকেই সমর্থন করবে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা। রবিবার তা জানিয়ে দিলেন দলের মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের বাড়িতে একটি বৈঠকের পর সমর্থনের কথা ঘোষণা করেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনে শিবসেনা এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন জানানোর কথা ঘোষণা করেছে। রবিবার মুর্মুকে সমর্থন নিয়ে নিজেদের যুক্তি তুলে ধরেছেন রাউত। বলেছেন, ‘‘দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী মহিলা। আদিবাসীদের নিয়ে আমাদের দেশে আবেগ রয়েছে। আমাদের অনেক বিধায়ক এবং সাংসদও আদিবাসী। তাই আমরা তাঁকে সমর্থন জানিয়েছি। কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে আমরা বিরোধী জোটের প্রার্থী মার্গারেট আলভাকেই সমর্থন করব।’’