ইউরোপের কিছু অংশে দাবানল, প্রচণ্ড তাপে মৃত্যু শতাধিক

author-image
Harmeet
New Update
ইউরোপের কিছু অংশে দাবানল, প্রচণ্ড তাপে মৃত্যু শতাধিক

নিজস্ব সংবাদদাতাঃ তাপে পুড়ছে ইউরোপের কিছু অংশ। রোদের প্রচণ্ড তাপের কারণে মরছে মানুষ। তৈরি হয়েছে দাবানল। শনিবার থেকে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অংশ এবং স্পেনের সীমান্ত এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে হিমসিম অবস্থা প্রশাসনের। প্রাণ বাঁচাতে ঘরছাড়া কয়েক হাজার মানুষ। সতর্কতা জারি করা হয়েছে। সর্বদা তৎপর করা হয়েছে জরুরি পরিষেবাগুলোকে। সেখানকার স্থানীয় প্রশাসন জানাচ্ছে, গত কয়েক বছরের তুলনায় এ বছর তাপমাত্রা অনেকটাই বেড়েছে।  তাপপ্রবাহের কারণে সম্প্রতি ইউরোপে ৩৬০ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি ফ্রান্সের। শনিবার ভোরে ফ্রান্সের গিরোন্দে এলাকা থেকে ১২ হাজারের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্পেনের এখন গড় তাপমাত্রা পৌঁছেছে ৪৫.৭ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিক থেকে অনেকটাই বেশি বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। অন্য দিকে, পর্যটকদের  জনপ্রিয় মালগা প্রদেশেও দাবানল ছড়িয়ে পড়েছে। সেখানে ঘরছাড়া তিন হাজারের বেশি মানুষ।