'দুয়ারে দুয়ারে চারা গাছ বিতরণ' বন দফতরের

author-image
Harmeet
New Update
'দুয়ারে দুয়ারে চারা গাছ বিতরণ' বন দফতরের

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর :এবার 'দুয়ারে দুয়ারে চারা গাছ বিতরণ' কর্মসূচি বন দফতরের। ১৪ থেকে ২০ জুলাই, সপ্তাহ ব্যাপী পশ্চিম মেদিনীপুর জেলাতে বিতরণ করা হবে প্রায় দশ লক্ষ চারা গাছ। রবিবার শালবনী ব্লকের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে চারা গাছ মানুষজনের হাতে তুলে দিলেন বনকর্মীরা। এদিন দশ হাজার চারা বিতরণ করা হয়েছে।

জানা গিয়েছে, মেদিনীপুর বনবিভাগ তিন লক্ষ চারা গাছ বিতরণ করার টার্গেট নিয়েছে। তার মধ্যে বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান একশোটি করে চারা গাছ নিতে পারে। সাধারণ মানুষজনকে দেওয়া হচ্ছে পাঁচটি করে। শুক্রবার সকাল থেকে ভাদুতলা ও মেদিনীপুর রেঞ্জের বিভিন্ন এলাকায় বনকর্মীরা গাড়িতে করে চারা গাছ নিয়ে হাজির হোন। প্রত্যেক পরিবারকে পাঁচটি করে চারা গাছ দেওয়া হয়েছে। মেহগিনি, শিশু, কদম, পিয়াশাল, বহেড়া, মহুলের পাশাপাশি ছিল বিভিন্ন ফলের গাছ। মেদিনীপুর বনবিভাগের এক আধিকারিক জানিয়েছেন, 'এদিন দশ হাজার চারা গাছ বিতরণ করা হয়েছে। ২০ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে প্রতিটি রেঞ্জ এলাকায়।'