সাংবাদিক বৈঠকে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী

author-image
Harmeet
New Update
সাংবাদিক বৈঠকে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী

হরি ঘোষ, দুর্গাপুর : বিরোধী দলনেতার নাম করে রাষ্ট্রপতি ভোটে এনডিএ পদপ্রার্থী দ্রৌপদী মূর্মূকে ভোট দিতে হবে বলে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ফোন করেন দুর্গাপুরের বাসিন্দা, পেশায় সাংবাদিক সঞ্জয় সিং। নগদ টাকা ও পেট্রলপাম্প সহ আর্থিক প্রলোভন দেয় বলেও অভিযোগ বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর।প্রস্তাব মানতে নারাজ হলে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে হুমকি দেওয়া হয় ও সিবিআই,ইডি দিয়ে ভয় দেখানো হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।এরপরে স্থানীয় পান্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ জানানোর পর গ্রেফতার হন সাংবাদিক সঞ্জয় সিং।

আজ দুর্গাপুরে মহকুমা আদালতে তোলা হয় তাকে। সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। এরপরদুর্গাপুরের সিটি সেন্টার এর একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করে পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, 'আমাকে ছাড়া ও জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং সহ আরও বেশ কয়েকজন বিধায়ককে এই ধরনের প্রস্তাব দিয়েছে।প্রস্তাব মানতে নারাজ হলে সাংবাদিক সঞ্জয় সিং আমাদের রোগড়ে দেওয়ার কথা এবং সিবিআই ও ইডি দিয়ে চমকানোর কথা বলে।'