সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: করোনা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ শিলিগুড়ির প্রশাসনের। শিলিগুড়িতে সংক্রমণ বাড়ার কারণে ফুলেশ্বরী বাজার বন্ধ করল প্রশাসন।দিন দিন শহরে করোনা সংক্রমণ বাড়ায় শিলিগুড়ির শহরের বেশ কিছু এলাকায় দোকান পাট বন্ধ করে দিয়েছে প্রশাসন। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এবং শিলিগুড়ির পুলিশ কমিশনারের যৌথ উদ্যোগে এবার বন্ধ করা হলো ফুলেশ্বরী বাজার। তবে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তারা বলেছেন, “তিনদিন বাজার খোলা রেখে একদিন বন্ধ করতো অথবা মাস্ক-এর ওপর জোর দিতো প্রশাসন তাহলে আমরা মানিয়ে নিতাম। তা না করে টানা এক সপ্তাহ বন্ধ করল প্রশাসন। এর ফলে সমস্যা হচ্ছে সকল ব্যবসায়ীদের। সবজি বিক্রেতা, মাছ এবং মাংস বিক্রেতাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।“