জনসংযোগ বাড়াতে বিনামূল্যে চক্ষু পরীক্ষার উদ্যোগ পুলিশের

author-image
Harmeet
New Update
জনসংযোগ বাড়াতে বিনামূল্যে চক্ষু পরীক্ষার উদ্যোগ পুলিশের

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে চন্দ্রকোনা থানার পরিচালনায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল রবিবার। চন্দ্রকোনা পৌরসভার ১ নং ওয়ার্ড গোবিন্দপুরে জিরাট হাইস্কুলে এই শিবিরের আয়োজন করে চন্দ্রকোনা থানার পুলিশ। শিবিরে উপস্থিত ছিলেন ঘাটাল এসডিপিও অগ্নীশ্বর চৌধুরী, চন্দ্রকোনা থানার ওসি রবী স্বর্ণকার, চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরুপ ধারা সহ চন্দ্রকোনার দুটি ব্লকের বিডিও ও অন্যান্য জনপ্রতিনিধিরা।




চন্দ্রকোনা থানার পুলিশের তরফে জানানো হয়, চক্ষু পরীক্ষা শিবির পরিচালনায় উপস্থিত থেকে সহযোগিতা করেন চেন্নাইয়ের শঙ্করা নেত্রালয়ের কলকাতা শাখার অভিজ্ঞ চিকিৎসকরা।বিনামূল্যে চক্ষু পরীক্ষার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিবিরে হাজির মানুষদের বিনামূল্যে চশমা বিতরণ করা হয় পুলিশের পক্ষ থেকে। সাধারন মানুষের সাথে পুলিশের জনসংযোগ বাড়াতে চন্দ্রকোনা থানার পুলিশের এই বিশেষ উদ্যোগ বলে জানা যায়।পুলিশের পক্ষ থেকে আয়োজিত এদিনের চক্ষু পরীক্ষা শিবিরে মানুষের ভিড় ছিল নজর কাড়া।