পাকিস্তানের জন্য কয়লার দাম বাড়াল আফগানিস্তান

author-image
Harmeet
New Update
পাকিস্তানের জন্য কয়লার দাম বাড়াল আফগানিস্তান

নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানে চলছে চরম অর্থনৈতিক সংকট। এই পরিস্থিতির মধ্যেই এবার পাকিস্তানের জন্য কয়লার দাম বাড়াল আফগানিস্তান। পাকিস্তানের জন্য আফগানিস্তান কয়লার দাম টন প্রতি ৮০ মার্কিন ডলার বৃদ্ধি করেছে। 



Taliban Leader Baradar Returns to Kabul Aiming to Form Government - The New  York Times


চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে আফগানিস্তানের এই কয়লার দাম বৃদ্ধি পাকিস্তানের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতদিন আফগানিস্তান থেকে টন প্রতি ২০০ মার্কিন ডলারে কয়লা কিনতে হত পাকিস্তানকে। এবার থেকে সেই দাম বৃদ্ধি পেয়ে দাঁড়াল ২৮০ মার্কিন ডলার।



Sharif, frontrunner as next Pakistani PM, seen as 'can-do' administrator |  Reuters