আমাদের কোন অভ্যাস ত্যাগ করা উচিত?

author-image
Harmeet
New Update
আমাদের কোন অভ্যাস ত্যাগ করা উচিত?

নিজস্ব সংবাদদাতাঃদেখে নিন আমাদের কোন অভ্যাস ত্যাগ করা উচিত। 







হিংসা

কখনও ভুলেও অপরের প্রতি হিংসা করতে নেই। অন্যের উন্নতি দেখে বা অন্যের যে কোনও কাজে হিংসা করা খুবই খারাপ। এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হন এবং জীবনে নেমে আসে চরম দুর্গতি। এই অভ্যাস দ্রুত ত্যাগ করা উচিত।




অহঙ্কার

অহঙ্কার মানুষের জীবনকে একেবারে শেষ করে দিতে পারে। কাউকে অহঙ্কার দেখানো মানেই নিজেকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যাওয়া। বিশেষ করে অর্থের অহঙ্কার করা খুবই খারাপ। অর্থের অহঙ্কার লক্ষ্মীদেবী একেবারেই সহ্য করতে পারেন না।

অপরিষ্কার

অপরিষ্কার থাকা মা লক্ষ্মীর খুবই অপ্রিয়। যেখানে ময়লা সেখানে মা লক্ষ্মী এক মুহূর্ত বাস করেন না। তাই ঘর বাড়ি স্ব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়।

রাতে দই খাওয়া

দই খাওয়া খুবই ভাল। অনেক ক্ষেত্রে দইয়ের ব্যবহার শুভ বলে মানা হয়। কিন্তু রাতে দই খাওয়া একেবারেই উচিত নয়। বিশেষ করে মহিলাদের। এতে মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হতে হয়।