নিজস্ব সংবাদদাতাঃ রিনা ছিবার নামে ৯২ বছর বয়সী এক ভারতীয় নারী শনিবার তার পৈতৃক বাড়িতে বেড়াতে পাকিস্তানে যান।
গুডউইল জেশ্চারের অংশ হিসেবে পাকিস্তানি হাইকমিশন ওই নারীকে তিন মাসের ভিসা দিয়েছে বলে জানা গিয়েছে। শনিবার ওয়াঘা-আত্তারি সীমান্ত দিয়ে পাকিস্তানের রাওয়ালপিন্ডির প্রেম নিবাসে অবস্থিত তার পৈতৃক বাড়ি দেখতে যান ওই মহিলা। 'আমাদের জন্য আসা-যাওয়াসহজ' করতে ভিসা নিষেধাজ্ঞা শিথিল করতে 'একসঙ্গে কাজ' করার জন্য উভয় দেশের সরকারের প্রতি আহ্বান জানান তিনি।