৭৫ বছর পর পৈতৃক বাড়িতে বেড়াতে পাকিস্তানে এলেন এক ভারতীয় নারী

author-image
Harmeet
New Update
৭৫ বছর পর পৈতৃক বাড়িতে বেড়াতে পাকিস্তানে এলেন এক ভারতীয় নারী

নিজস্ব সংবাদদাতাঃ  রিনা ছিবার নামে ৯২ বছর বয়সী এক ভারতীয় নারী শনিবার তার পৈতৃক বাড়িতে বেড়াতে পাকিস্তানে যান।






গুডউইল জেশ্চারের অংশ হিসেবে পাকিস্তানি হাইকমিশন ওই নারীকে তিন মাসের ভিসা দিয়েছে বলে জানা গিয়েছে। শনিবার ওয়াঘা-আত্তারি সীমান্ত দিয়ে পাকিস্তানের রাওয়ালপিন্ডির প্রেম নিবাসে অবস্থিত তার পৈতৃক বাড়ি দেখতে যান ওই মহিলা। 'আমাদের জন্য আসা-যাওয়াসহজ' করতে ভিসা নিষেধাজ্ঞা শিথিল করতে 'একসঙ্গে কাজ' করার জন্য উভয় দেশের সরকারের প্রতি আহ্বান জানান তিনি।