দুস্থ মানুষদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এর আয়োজনে কেশপুর থানা

author-image
Harmeet
New Update
দুস্থ মানুষদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এর আয়োজনে কেশপুর থানা

 নিউজ ডেস্ক,পশ্চিম মেদিনীপুর: পুলিশ প্রশাসন শুধুমাত্র প্রশাসনিক বা আইন রক্ষা করার দায়িত্ব পালন করেই থেমে থাকে না। সারা বছর ধরে সাধারন মানুষের পাশে বিভিন্নভাবে দাঁড়িয়ে এসেছে কেশপুর থানার পুলিশ। শনিবার কেশপুর থানার অন্তর্গত প্রায় ২০০ থেকে ২৫০ জন দুস্থ মানুষের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। কলকাতার শংকর নেত্রালয় থেকে আগত চিকিৎসকদের তত্ত্বাবধানে কেশপুর থানার আয়োজনে এদিনের এই চক্ষু পরীক্ষা শিবির।




 চক্ষু পরীক্ষার শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর অতিরিক্ত জেলা পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, কেশপুর ব্লক উন্নয়ন আধিকারিক দীপক কুমার ঘোষ, কেশপুর থানার ভারপ্রাপ্ত অধিকারী অঞ্জনি কুমার তেওয়ারি, কেশপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ড: শিবনাথ ঘোষ, এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠী, সমাপ্তি রায় সহ কেশপুর থানার সকল পুলিশ আধিকারিকগণ।




 এ দিনের এই মহতি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠি জানান পুলিশ শুধু চোর ধরে না প্রশাসনিক কাজকর্ম করার পাশাপাশি সারা বছর যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তাতে তিনি অত্যান্ত আনন্দিত। পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ জানিয়েছেন সাধারণ মানুষকে তার স্বাস্থ্যের যত্ন নেওয়ার পাশাপাশি চোখেরও যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে। চোখ একটি মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ ঠিক থাকলেই মানুষের সকল কাজকর্ম ঠিক থাকবে। এছাড়াও তিনি জানিয়েছেন বর্ষাকালে ব্রজ্যপাত থেকে মানুষকে রক্ষা পেতে গেলে বৃষ্টির সময় খোলা জায়গায় না থেকে কোন বাড়ির ছাদের তলায় চলে আসা আবশ্যক। এছাড়াও বেশ কয়েকটি স্বাস্থ্য বিষয় সচেতনতার বার্তা দেয় অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ।