ভারতের সেরা একশোর তালিকায় জায়গা করে নিল মেদিনীপুরের দুই কলেজ

author-image
Harmeet
New Update
ভারতের সেরা একশোর তালিকায় জায়গা করে নিল মেদিনীপুরের দুই কলেজ

নিউজ ডেস্ক, পশ্চিম মেদিনীপুরঃ দেশেও উজ্জ্বল মেদিনীপুরের নাম। ভারতের সেরা একশোর তালিকায় জায়গা করে নিল মেদিনীপুরের দুই কলেজ। ৭৩ তম স্থানে আছে রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়। অন্যদিকে মেদিনীপুর কলেজের র‍্যাঙ্কিং  ৯৭। শুক্রবার ভারতীয় কলেজগুলির ‘ইন্ডিয়া র‍্যাঙ্কিং ২০২২” (ন্যাশনাল ইন্ডিয়ান র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ) প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। গতবার রাজ্যের প্রথম একশোয় যেখানে পাঁচটি কলেজ ছিল, এবার সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে সাতে। সেটা হয়েছে মেদিনীপুরের হাত ধরেই। ৫৪.১৮ স্কোর পেয়ে ৭৩ তম স্থানে আছে রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়। মেদিনীপুর কলেজ ৯৭ তম স্থানে আছে। প্রাপ্ত স্কোর ৫২.২৮। বাকি পাঁচটি কলেজ গতবারও প্রথম একশোয় ছিল। রাজ্যের মধ্যে শীর্ষস্থান দখল করেছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। ৬৯.৫৪ স্কোরের সুবাদে অষ্টম স্থানে আছে এই কলেজটি। গতবারের থেকে স্কোর বাড়লেও এবার র‌্যাঙ্কিংয়ে নেমে গিয়েছে সেন্ট জেভিয়ার্স। গতবার ৬৭.৪১ স্কোরের সুবাদে চতুর্থ স্থানে ছিল। একইভাবে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের (বেলুড়) স্কোর বাড়লেও এবার নবম স্থানে নেমে গিয়েছে কলেজটি। গতবার পঞ্চম স্থানে ছিল রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। প্রাপ্ত স্কোর ছিল ৬৭.২৬। এবার তা ৬৯.২৪ এ রয়েছে ।একইভাবে দু'ধাপ এগিয়েছে রামকৃষ্ণ মিশন আবাসিক (নরেন্দ্রপুর)। গতবার প্রথম ২০ এর বাইরে চলে যাওয়ার পর এবার প্রথম ২০ তে কলেজটি উঠে এসেছে। প্রাপ্ত স্কোর ৬৫.১৭। অর্থাৎ দেশের সেরা ২০ টি কলেজের তালিকায় রাজ্যের তিনটি রামকৃষ্ণ মিশনের কলেজ আছে। সেইসঙ্গে ৭৪ তম স্থানে আছে বেথুন কলেজ। প্রাপ্ত স্কোর ৫৪.০৫। স্কোর বৃদ্ধির পাশাপাশি র‍্যাঙ্কিংও এগিয়েছে। গতবার ৭৭ তম স্থানে ছিল বেথুন কলেজ।