নিজস্ব সংবাদদাতাঃ অর্থনৈতিক সংকটের সঙ্গে খাদ্য সংকটেও ভুগছে শ্রীলঙ্কা। নিত্যপ্রয়োজনীয় খাদ্যের জন্য বিশাল অঙ্কের মূল্য দিতে হচ্ছে শ্রীলঙ্কাবাসীদের। এছাড়াও সুপারমার্কেটের বাইরে লম্বা লাইন দিতে হচ্ছে।
এই পরিস্থিতিতে এবার শ্রীলঙ্কার পাশে দাঁড়ালো ভারতের সাধারণ মানুষ। ভারতের মানুষের সাহায্যে কলম্বো এক্সপ্যাটস কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৮০ মিলিয়ন মূল্যের শুকনো রেশন ডিপার্টমেন্ট অফ প্রোবেশনস অ্যান্ড চাইল্ড কেয়ার সার্ভিসেসকে হস্তান্তর করা হয়েছে।