রামমোহন সম্মিলনীর পুজোর থিম জঙ্গল কন্যার উদ্বোধন হলো ঝাড়গ্রামে

author-image
Harmeet
New Update
রামমোহন সম্মিলনীর পুজোর থিম জঙ্গল কন্যার উদ্বোধন হলো ঝাড়গ্রামে

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম :কলকাতার রামমোহন সম্মিলনী ক্লাবের দুর্গাপুজোর এবছর ৭৮ তম বর্ষ। তাদের পুজোর বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। তারা এবছর তাদের পুজোর থিম করেছে জঙ্গল কন্যা। শনিবার কলকাতা থেকে ১৯১ কিলোমিটার দূরে ঝাড়গ্রাম রবীন্দ্র পার্কে রামমোহন সম্মিলনী ক্লাবের পুজোর থিম জঙ্গল কন্যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজ্যের বনদফর ও ক্রেতা সুরক্ষা দফরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যসভার সদস্য কুনাল ঘোষ, বিধায়ক দেবনাথ হাঁসদা, রামমোহন সম্মিলনী ক্লাবের অনির্বাণ সেনগুপ্ত সহ আরো অনেকে।


রামমোহন সম্মিলনী ক্লাবের দুর্গা পুজোয় তুলে ধরা হবে আদিবাসীদের সংগ্রাম, লড়াই, কৃষ্টি ও সংস্কৃতি। ঝাড়গ্রাম থেকে মাটি নিয়ে গিয়ে তৈরি হবে মন্ডপ তৈরি কাজ। সেই সঙ্গে একটি চারা গাছও ঝাড়গ্রাম থেকে নিয়ে যাবে পুজো কমিটি। পুজো কমিটির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজ্যের বনদফতরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। কলকাতার পুজোর থিম জঙ্গলমহল থেকে উদ্বোধন করায় তিনি ওই সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে তিনি ওই পুজো কমিটির প্রধানমুখ হিসেবে পুজো কমিটির পাশে থাকবেন বলেও জানান। তাই শনিবার উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কলকাতার রামমোহন সম্মেলনীর পূজোর থিম জঙ্গল কন্যা আনুষ্ঠানিকভাবে ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্কে প্রকাশিত হয়।