নিজস্ব সংবাদদাতাঃ এবার দার্জিলিং যাওয়ার পথে লাইনচ্যুত হল টয় ট্রেন। জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ির থেকে দার্জিলিং যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে যায়। গয়াবাড়ি-তিনধরিয়ার কাছে লাইনচ্যুত হয়েছে যাত্রীবাহী টয় ট্রেন। জানা গিয়েছে, দুটি কামরায় ২৮ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে তিনধারিয়া ওয়ার্কশপ থেকে পাঠানো হয় রিকভারি ভ্যান। রিকভারি ভ্যান গিয়ে ফের ইঞ্জিনটিকে লাইনে তোলে।