উদ্ধার হল ফাটলে আটকে পড়া ছাগল

author-image
Harmeet
New Update
উদ্ধার হল ফাটলে আটকে পড়া ছাগল

হরি ঘোষ, লাউদোহা : শুক্রবার পাণ্ডবেশ্বরের লাউদোহায় ধসের ফাটলে আটকে পড়া ছাগল শুক্রবার বিকেলেই উদ্ধার করল ইসিএল। মেশিন দিয়ে ফাটলের চারপাশের মাটি কেটে উদ্ধার করা হয় ছাগলটিকে। তবে গ্রামবাসীদের দাবি ছিল যে এলাকার বিভিন্ন জায়গায় ধসের কারণে যে ফাটল হয়েছে, সেগুলি মাটি দিয়ে ভরাট করতে হবে ইসিএলকে। 

কিন্তু শনিবার গ্রামবাসীরা ফের ঘটনাস্থলে গিয়ে দেখেন সামান্য দু এক জায়গায় ফাটলের ওপরেই মাটি দেওয়া হয়েছে। একটু বৃষ্টি হলেই সেই ফাটল গুলি মারাত্মক হয়ে উঠতে পারে। যেকোনো সময় সেই ফাটলে ঢুকে পড়তে পারে গবাদি পশু বা মানুষ । গ্রামবাসীদের অভিযোগ, ইসিএল মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য এই ফাটল গুলির উপর মাটি দেয়নি। শুধুমাত্র মানুষকে আই ওয়াশ করার জন্য এই কাজ করা হয়েছে ।