নিজস্ব সংবাদদাতাঃ ইতিমধ্যে স্বাস্থ্য দফতর ঘোষণা করেছে রাজ্যে কোভিডের চতুর্থ ঢেউ শুরু হয়ে গিয়েছে। এবার রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। শনিবার বিকাল সাড়ে পাঁচটায় এই বৈঠক হবে। সমস্ত জেলার জেলাশাসক ও প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। এই বৈঠকে থাকতে বলা হয়েছে, পুলিশ কমিশনার, পুলিশ সুপারকে।
নতুন করে রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে। দৈনিক সংক্রমণ ৩ হাজার পার করে গিয়েছে পর পর দু’দিন। উত্তর ২৪ পরগনা, কলকাতার সংক্রমণ বেশি। কোভিড নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। এরইমধ্যে জরুরি ভিত্তিতে কোভিড পরিস্থিতি নিয়ে জেলাগুলোর সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যসচিব।