সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: বামফ্রন্ট সরকারের সময় থেকে সেতুর দাবি জানিয়েও এখনও তৈরী হয়নি সেতু।বর্ষার মরশুমে প্রাণের ঝুঁকি নিয়ে কয়েকশো মিটার বাঁশের সেতু পারাপার করতে হয় গ্রামবাসীদের। ঘটনা জলপাইগুড়ি মালবাজার মহকুমা রাজাডাঙা এবং কুমাইলডাঙা গ্রাম পঞ্চায়েতে চেল নদীর সেতু। পাকা সেতু না হওয়ায় স্বাভাবিক ভাবেই গ্রামবাসীরা নিজেরাই বাঁশের সাঁকো নির্মাণ করে একপ্রকার প্রাণের ঝুঁকি নিয়েই নদী পারাপার করছে। রাতে গ্রামবাসী কোনো ব্যাক্তি অসুস্থ হলে নদী পারাপার করতে সমস্যা হয়। মালবাজার থেকে এবছর মন্ত্রী হয়েছেন বুলু চিক বড়াইক। মন্ত্রীর কাছেও আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা।