শিক্ষক সংকটে এবারে পথ অবরোধ করতে বাধ্য হল অভিভাবকরা

author-image
Harmeet
New Update
শিক্ষক সংকটে এবারে পথ অবরোধ করতে বাধ্য হল অভিভাবকরা

নিজস্ব প্রতিনিধি-ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্কুল গুলিতে শিক্ষক সমস্যা দেখা দিয়েছে, এদিকে আজ আগরতলার এক সরকারি স্কুলের সামনে এক শিক্ষকের বদলির প্রতিবাদে পথ অবরোধ করতে বাধ্য হন অভিভাবকরা। এদিন তারা উমাকান্ত বেঙ্গলি মিডিয়াম স্কুলের সামনে থাকা সড়ক অবরোধ করেন। আন্দোলনরত অভিভাবকদের মতে, উমাকান্ত বেঙ্গলি মিডিয়াম স্কুলে মাত্র ৯ জন শিক্ষক রয়েছে এবং সেখানে ক্লাসগুলি পরিচালনার জন্য অন্ততপক্ষে আরও ৯ জন শিক্ষকের প্রয়োজন। অভিভাবকরা জানান, শিক্ষক স্বল্পতার কারণে ইতিমধ্যেই প্রায় দুইটি ক্লাস বন্ধ হয়ে গেছে।এই অবস্থায় স্কুলের এক শিক্ষকের বদলির ফলে সংকটের মধ্যে স্কুলের অভ্যন্তরীণ ব্যবস্থা।

এদিকে রাস্তা অবরোধের আগে অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে জানান,এবং বলেন কর্তৃপক্ষক্ষেরা তাদের বলেছিল যে পরিস্থিতির উপর তাদের কোন নিয়ন্ত্রণ নেই, এবং সে কারণে তারা কিছুই করতে পারে না।এরপরেই অভিভাবকরা ভিআইপি সড়ক অবরোধ করে বিক্ষোভে বসেন।পুলিশ কর্মীরা ক্ষুব্ধ অভিভাবকদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন এবং তারা বিষয়টি উপরের স্তরে নিয়ে যাবেন বলেও আন্দোলনকারীদের আশ্বস্ত করেন, তারপরে ঘন্টাব্যাপী বিক্ষোভ অব্যাহত রাখার পর অভিভাবকরা বিক্ষোভ প্রত্যাহার করেন।