নিজস্ব সংবাদদাতাঃ শিয়রে রাষ্ট্রপতি নির্বাচন। এনডিএ-র তরফ থেকে প্রার্থী করা হয়েছে দ্রৌপদী মুর্মুকে। অন্যদিকে বিরোধীদের তরফ থেকে প্রার্থী করা হয়েছে যশবন্ত সিনহাকে। তবে এবার তাঁকে রাষ্ট্রপতি হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানালেন ভানচিত বহুজন আঘাদির জাতীয় সভাপতি প্রকাশ আম্বেদকর।
তিনি বলেন, 'বিরোধীদের যশবন্ত সিনহাকে রাষ্ট্রপতির দৌড় থেকে সরে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি কারণ বিভিন্ন দল থেকে অনেক তফসিলি জাতি ও তফসিলি উপজাতি সদস্য দ্রৌপদী মুর্মুর পক্ষে ভোট দিতে দেবেন।'