নিম্নচাপ ও ভরা কোটালের জেরে বিধ্বস্ত সুন্দরবনের একাধিক এলাকা

author-image
Harmeet
New Update
নিম্নচাপ ও ভরা কোটালের জেরে বিধ্বস্ত সুন্দরবনের একাধিক এলাকা

নিজস্ব সংবাদদাতাঃ বিগত কয়েকদিন ধরে সুন্দরবনের পরিস্থিতি ভয়ঙ্কর। নিম্নচাপ ও ভরা কোটালের জেরে নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে। যার জেরে রীতিমত আতঙ্কিত সেখানকার বাসিন্দারা। বিভিন্ন এলাকায় ইতিমধ্যে জল ঢুকতে শুরু করেছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাকদ্বীপ মহকুমার সাগর ব্লক। সেখানে বঙ্কিমনগর ও গঙ্গাসারের উপকূলের বড় অংশের বাঁধ ধুয়ে-মুছে সাফ হয়ে গিয়েছে। এদিকে, আজ সকাল থেকে নদী ও সমুদ্রের জলস্তর কমতে থাকায় নতুন করে আর কোথাও জল ঢোকেনি। সুন্দরবনের সাগর, নামখানা, রায়দিঘি, পাথরপ্রতিমা বাঁধ লাগোয়া এলাকায় নতুন করে আর জল ঢোকেনি। তবে দু’সপ্তাহ পর আবার অম্যাবস্যার কোটাল। সেই কোটালের আগে বেহাল রাস্তা ও ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা কার্যত অসম্ভব। বর্ষার জেরে বাঁধ এলাকার মাটি আলগা হয়ে গিয়েছে। যার ফলে মেরামতির কাজ করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে শ্রমিকদের। তবে সেচ দফতর কীভাবে অল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো মেরামত করে তা দেখার।