নিজস্ব সংবাদদাতা: সর্বসম্মতিক্রমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হাইতিতে কিছু অস্ত্র বিক্রি করার ওপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি গোষ্ঠী সংঘর্ষে উত্তাল হয়ে রয়েছে হাইতি। জাতিসংঘের প্রস্তাবে সদস্য দেশগুলোকে ছোট-হালকা অস্ত্র ও গোলাবারুদ বিক্রি নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। কিন্তু চীনের পক্ষ থেকে অস্ত্র বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। গত সপ্তাহ থেকে এ পর্যন্ত শুধু পোর্ট-অ-প্রিন্স অঞ্চলেই ৮৯ জন নিহত হয়েছেন।