নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক সংকটের জেরে ক্রমেই বাড়ছে জ্বালানী সংকট। এই পরিস্থিতিতে দিনপর দিন অনিশ্চিয়তার সঙ্গে পেট্রোল পাম্প গুলির বাইরে কয়েক হাজার গাড়ির লাইন পড়ছে।
এবার এই সংকট মোকাবেলায় নয়া স্কিম চালু করল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী কাঞ্চনা উইজেসেকার শনিবার চালু করেছে ‘ফিউয়েল রেশনিং স্কিম’। এই স্কিম অনুসারে এবার থেকে শ্রীলঙ্কার বাসিন্দাদের সাপ্তাহিক পাসের ভিত্তিতে জ্বালানী দেওয়া হবে।
গাড়ির শনাক্তকরণ নম্বর অন্যান্য নথী দিয়ে পাস তৈরি করতে হবে। সেই পাসে নম্বর দেওয়া থাকবে। সেই নম্বরের ভিত্তিতে জ্বালানী সংগ্রহ করতে পারবে শ্রীলঙ্কাবাসীরা। ফলে পেট্রোল পাম্প গুলির বাইরে আর লম্বা লাইন পড়বে না।