বলদ ও গরুর শরীরে অজানা রোগ, বিপাকে চাষীরা

author-image
New Update
বলদ ও গরুর শরীরে অজানা রোগ, বিপাকে চাষীরা

হরি ঘোষ: কাঁকসার বিদবিহারে অজানা রোগ বাসা বাঁধছে বলদ ও গাভী গরুর শরীরে, চিকিৎসার অভাবে মৃত্যু হচ্ছে একাধিক গরুর: যার জেরে বিঘার পর বিঘা ধান চাষের জমি চাষের অভাবে ফাঁকা প<ড়ে, মাথায় হাত চাষীদের।

কয়েকসপ্তাহ আগে থেকে  বলদ গরু থেকে, গাভী গরু এই অজানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে। কোনো গরুর শরীরে চাকা চাকা দাগ আবার কোনো গরুর চামড়া উঠছে আবার কোনো কোনো গরু দুর্বল হয়ে পড়ছে, এছাড়াও পায়ে পোকার সৃষ্টি সহ আরো একাধিক রোগ বাসা বাঁধছে। যার জেরে চরম সম্যসার মুখে এলাকার প্রায়  ৫০০র অধিক চাষী। একাধিকবার  বিদবিহার পঞ্চায়েত সদস্যদের বিষয়টি জানানো সত্ত্বেও কোনো সুরাহা মিলছে না বলে অভিযোগ। ডিজেলের দাম বেড়েছে সেইজন্য জমিতে ট্রাক্টরে চাষ দেওয়ার মত সামর্থ নেই অনেক চাষীর। বেশিরভাগ চাষী বলদ গরু নিয়ে লাঙ্গলের মাধ্যমে চাষ দেয়। বিদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রাণীমিত্রা চন্দনা পাল জানান কি ধরণের রোগ তারাও বুঝতে পারছেন না। বিষয়টি কাঁকসা ব্লকের প্রাণী সম্পদ দপ্তরে জানানো হয়েছে বলে জানান তিনি। বিদবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য গিরিধারী সিনহা জানান তিনি কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্যকে বিষয়টি জানিয়েছেন এবং তিনি খুব তাড়াতাড়ি ব্যাবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বলে জানান।