নেপালের রাজনীতি: ভট্টরাইকে আমরা বের করে দিয়েছি, তিনি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: উপেন্দ্র যাদব

author-image
Harmeet
New Update
নেপালের রাজনীতি: ভট্টরাইকে আমরা বের করে দিয়েছি, তিনি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: উপেন্দ্র যাদব

অভিজিৎ নন্দী মজুমদার: "বাবুরাম ভট্টরাই এখন অস্তাচলের পথে। ওনার এখন আর কোনও সমর্থনও নেই। তিনি নেতৃত্ব এবং জোট রাজনীতিতে দিকনির্দেশনায় ব্যর্থ হয়েছেন", সরাসরি ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী এবং জনতা সমাজবাদি পার্টির নেতা উপেন্দ্র যাদব। 

নেপাল থেকে ফোনে এএনএম নিউজের সঙ্গে কথা বলার সময় যাদব উল্লেখ করেছেন যে ভট্টরাইকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। "আমরা শের বাহাদুর দুবাকে সরকার গঠনে সহায়তা করেছি। মন্ত্রিসভায় চারজন মন্ত্রী রয়েছেন। 

তাঁরা সকলেই আমার সঙ্গে রয়েছেন। যার মধ্যে দলের বেশিরভাগ অভিজ্ঞ নেতারাও রয়েছেন," আত্মবিশ্বাসী সুরে বলেছেন যাদব। বাবুরাম ভট্টরাইকে প্রাক্তন কমিউনিস্ট সহকর্মীদের সঙ্গে একাসনে বসিয়ে যাদব সরাসরি বলেছেন, "দলে ওঁর মতো বিশ্বাসঘাতকদের জন্য কোনও জায়গা নেই।" ভট্টরাই যদি চলে যান সেক্ষেত্রে জনতা সমাজবাদি পার্টি ফের বিভক্ত হতে পারে। এর আগে, গত বছর মহন্ত ঠাকুর এবং তাঁর সমর্থকরা দল ছাড়ার পর দলে বিভাজন দেখা গিয়েছিল।