নিজস্ব সংবাদদাতাঃ পর্তুগালে দাবানলের আগুন নেভাতে মোতায়েন করা হয়েছিল সেনাবাহিনীর বিমান। সেই বিশেষ বিমান থেকে দাবানলের আগুন নেভাতে জল ছুঁড়ছিল দমকল বাহিনী। দাবানলের ভয়াবহতা এত বেশি ছিল যে কিছুতেই তা নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। আচমকা সেই দাবানলের আগুন নেভাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এক বিমান। নিয়ন্ত্রন হারিয়ে সেই বিমান দাবানলের মধ্যে পড়ে যায়। সেখানেই ঝলসে মৃত্যু হয় বিমানের পাইলটের। যিনি দমকল বাহিনীর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী।
বিমানটির ধ্বংসাবশেষও উদ্ধার করা সম্ভব হয়নি। দাবানলের আগুন নেভাতে গিয়ে বিমান ভেঙে আগুনের গ্রাসে মৃত্যু হল পাইলটের।