ইউক্রেন ইস্যুতে রাষ্ট্রসংঘে কূটনৈতিক সমাধানের আবেদন ‘উদ্বিগ্ন’ ভারতের

author-image
Harmeet
New Update
ইউক্রেন ইস্যুতে রাষ্ট্রসংঘে কূটনৈতিক সমাধানের আবেদন ‘উদ্বিগ্ন’ ভারতের

নিজস্ব সংবাদদাতাঃ  প্রায় পাঁচ মাস ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই ভয়াবহ লড়াইয়ের প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। একাধিকবার আলোচনার মাধ্যমে রফাসূত্র খোঁজার চেষ্টা হলেও নিজের অবস্থান থেকে একচুলও নড়তে নারাজ কিয়েভ ও মস্কো। এহেন পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ফের কূটনৈতিক সমাধানের আবেদন জানাল ‘উদ্বিগ্ন’ ভারত।

                           

শুক্রবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ‘আরিয়া ফর্মুলা‘ বৈঠকে ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট করেন প্রতিনিধি প্রতীক মাথুর। তিনি বলেন, “আমরা চাই যুদ্ধ বন্ধ হোক। এই লড়াই থামাতে কূটনৈতিক স্তরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনার পক্ষেই বরাবর মত দিয়েছে ভারত। সবার কথা মাথায় রেখে রাষ্ট্রসংঘের মঞ্চে এবং এর বাইরেও এই সমস্যার দ্রুত সমাধান করতে হবে।” দুই পড়শি দেশের সংঘাতের ফলে যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের প্রতিনিধি বলেন, “এই যুদ্ধের ফলে ঘরবাড়ি হারিয়ে লক্ষ লক্ষ মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে। নিরপরাধ মানুষের প্রাণের বিনিময়ে কোনও সমস্তর সমাধান হতে পারে না। তাই আমরা লড়াই থামানোর আবেদন জানাচ্ছি।”