নিজস্ব সংবাদদাতাঃ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মুফতি মহম্মদ সইদের মেয়ে রুবাইয়া নিজের অপহরণকারী হিসেবে ইয়াসিন মালিককে চিহ্নিত করলেন। শুক্রবার বিশেষ সিবিআই আদালতে হাজির হন মুফতি মহম্মদ সইদের মেয়ে রুবাইয়া সইদ। এই সময় তিনি JKLF প্রধান ইয়াসিন মালিক এবং অন্য তিনজনকে তাঁর অপহরণকারী হিসেবে চিহ্নিত করেন। এই প্রথম রুবাইয়াকে এই মামলায় আদালতে হাজির হতে বলা হয়। এর আগে ১৯৮৯ সালে পাঁচ সন্ত্রাসীর মুক্তির বিনিময়ে রুবাইয়াকে মুক্তি দিয়েছিল অপহরণকারীরা। সিবিআই তামিলনাড়ুতে বসবাসকারী রুবাইয়াকে প্রসিকিউশনের সাক্ষী হিসাবে তালিকাভুক্ত করেছে। এই মামলার পরবর্তী শুনানি ২৩ অগস্ট।