তীব্র তাপদাহে জরুরি অবস্থা ঘোষণা ব্রিটেনে

author-image
Harmeet
New Update
তীব্র তাপদাহে জরুরি অবস্থা ঘোষণা ব্রিটেনে

নিজস্ব সংবাদদাতাঃ তীব্র তাপদাহে ব্রিটেনে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। আগামী সোমবার (১৮ জুলাই) ও মঙ্গলবার (১৯ জুলাই) লন্ডন, ম‌্যানচেস্টার ও নিউ ইয়র্ক এলাকার জন্য সতর্কতা জারি ক‌রা হয়েছে। জনজীবনের ঝুঁকি এড়াতে ‌এই সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ আবহাওয়া অ‌ফিস। তীপ্র তাপদাহে এবারই প্রথম ব্রিটেনে ন‌্যাশন‌্যাল ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে এমন পূর্বাভাসের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্ভূত প‌রি‌স্থি‌তিতে স্কু‌লের সময়সীমা ক‌মিয়ে আনা, রেল চলাচলে গ‌তি কমানো এবং হাসপাতালগুলোতে কিছু এপয়েন্টমেন্ট বা‌তিল করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ড‌াউ‌নিং স্ট্রিটের একজন মুখপাত্র বলছেন, উদ্ভূত প‌রি‌স্থি‌তিকে জরুরি অবস্থা হিসেবে বি‌বেচনা করা হচ্ছে। সপ্তাহের শেষ দিকে এই সিদ্ধান্ত পর্যালোচনা করবে সরকার।