খড়দহের তৃণমূল নেতা খুনে গ্রেফতার রেহেফা আলম

author-image
Harmeet
New Update
খড়দহের তৃণমূল নেতা খুনে গ্রেফতার রেহেফা আলম

নিজস্ব সংবাদদাতাঃ খড়দহের তৃণমূল নেতা রণজয় শ্রীবাস্তবকে গাড়ির মধ্যে থাকা অবস্থায় গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। গত বছর অর্থাৎ ২০২১-এর ১৪ অগস্ট খড়দহের পিকে বিশ্বাস রোডের কাছে বিটি রোডের ওপর তৃণমূল নেতা রনজয়কে খুন করা হয়। এরপর গত এক বছর ধরে দুষ্কৃতীদের ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অবশেষে সেই খুনে অভিযুক্ত মূল শুটারকে গ্রেফতার করল পুলিশ। শনিবার ভোর রাতে রেহেফা আলম ওরফে সাবাব নামে ওই ব্যক্তিকে বীরভূমের সিউড়ি অঞ্চলের এক গ্রাম থেকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। তাঁর কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রে রেহেফা আলমের খবর পেয়েছিল খড়দহ থানার পুলিশ। সেই খবর অনুসারে, সাতজনের একটি প্রতিনিধি দল এদিন পৌঁছে যায় বীরভূমের সিউড়িতে। তাঁকে গ্রেফতার করে খড়দহে আনা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দুষ্কৃতি পুলিশি জেরায় গুলি চালানোর কথা স্বীকার করেছে। ধৃতকে শনিবার ব্যারাকপুর আদালতে তোলা হবে।