নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ ছেড়েছেন গোতাবায়া রাজাপাক্ষে। আগামী সাতদিনের মধ্যে বেছে নেওয়া হবে নতুন রাষ্ট্রপতি। তবে নির্বাচনের আগে বাছাই পদ্ধতিতে পরিবর্তন আনল শ্রীলঙ্কা সরকার। এবার থেকে আর জনগণের ভোটে নয়, দেশের সংসদের সদস্য়দের ভোটের হিসাবে বেছে নেওয়া হবে নতুন প্রেসিডেন্ট। শুক্রবার গোতাবায়া রাজাপাক্ষের ইস্তফা সরকারিভাবে গ্রহণের কথা জানাতে গিয়ে এই ঘোষণা করেন শ্রীলঙ্কার সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনা। আগামী ২০ জুলাই শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। ১৯ জুলাই গ্রহণ করা হবে মনোনয়নপত্র। শুক্রবার শ্রীলঙ্কার স্পিকার আবেবর্ধনা জানান, সংসদে যে ২২৫ জন সদস্য রয়েছেন, তাদের মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটাভুটি হবে। যে প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা বা সব থেকে বেশি ভোট পাবেন, তাকেই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করা হবে।
জানা গিয়েছে, শ্রীলঙ্কার পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আপাতত তিনজন নাম লিখিয়েছেন। এরা হলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে, বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাসা ও সংসদের সদস্য ডালাস আলহাপেরুমনা। এরমধ্যে সংখ্যাগরিষ্ঠতার হিসাবে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন রনিল বিক্রমসিংহে।