তৃণমূলকে তোপ সুকান্ত মজুমদারের

author-image
Harmeet
New Update
তৃণমূলকে তোপ সুকান্ত মজুমদারের

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুর: ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্রের আর্থিক অনুমোদনে। সেই উপলক্ষ্যে ঘাটালে অভিনন্দন যাত্রায় উপস্থিত হয়ে তৃণমূল সরকার ও তৃণমূলের একাধিক নেতাকে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থেকে একটি বাইক র‍্যালি করে ঘাটালের কুশপাতায় পৌঁছান সুকান্ত মজুমদার। সেখান থেকে দলের অভিনন্দন যাত্রায় যোগ দিয়ে পায়ে হেঁটে ঘাটালের পাঁশকুড়া বাসস্ট্যান্ডে পৌঁছান তিনি।



জনসভা মঞ্চ থেকে একাধিক ইস্যুতে তৃণমূল সরকার ও তৃণমূল নেতৃত্বকে তোপ দাগেন বিজেপির রাজ্য সভাপতি। করোনার বুস্টার ডোজ থেকে তৃণমূলের দুর্নীতি, এমনকি সম্প্রতি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মা কালী নিয়ে মন্তব্যর তীব্র সমালোচনা করেন তিনি। পাশাপাশি তিনি মঞ্চ থেকে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য বার্তা দেন, "মা কালীকে নিয়ে তৃণমূল ও তাদের সাংসদ যে অপমান করেছে তা মেনে নেওয়া যায় না। মা কালী বলী পছন্দ করেন, প্রয়োজনে বলীও দিতে হবে।" এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্র আর্থিক অনুমোদন দেওয়ায় সে প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সুকান্ত মজুমদার।