নিজস্ব প্রতিনিধি-দলের কর্মী সমর্থকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করেন তিপ্রা মথা দলের প্রধান প্রদ্যুত কিশোর দেববর্মন।সেই সভা মুলত ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই।
আগরতলা শহরের একটি বেসরকারি হোটেলের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদ্যুত কিশোর দেববর্মন সহ তিপ্রা মথা দলের অন্যান্য নেতৃবৃন্দ। প্রদ্যুত কিশোর জানান গ্রেটার তিপ্রা ল্যান্ড এর ব্যাপারে যে রাজনৈতিক দল সাংবিধানিক ভাবে তাদের সঙ্গে একমত হবে সেই দলের সঙ্গেই নির্বাচনে জোট তৈরি করতে তারা আগ্রহী।না হয় তিপ্রা মথা একাই তাদের সাংবিধানিক অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে।তিনি গণমাধ্যমকে বলেন যে তিপ্রা মথা গ্রামে গ্রামে প্রচার শুরু করবে এই বার্তা ছড়িয়ে দিতে যে "তিপ্রা মথা কারোর বিরুদ্ধে নয়। তিপ্রসা এর জন্য একটি স্থায়ী সাংবিধানিক সমাধান চায় যা ADC-এর বাইরে বসবাসকারী সমস্ত লোককে সাহায্য করবে যার মধ্যে মোট ৩৭ লাখ জনসংখ্যা রয়েছে"।