নিজস্ব প্রতিনিধি; "ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও" শ্লোগানকে সামনে রেখে শুক্রবার রাস্তায় নেমেছে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন-এর পশ্চিমবঙ্গ শাখা। সারা রাজ্যে মোট ছয়টি বাস বেরিয়েছে। এই বাসগুলি সমস্ত জেলা পরিক্রমা করছে। আগামীকালের মধ্যে এই জেলা পরিক্রমণ সমাপ্ত হবে।
মানুষকে বোঝানো হচ্ছে, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক বেসরকারীকরণ হয়ে গেলে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন। সংগঠনের দাবি, প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে মানুষের। ব্যাংকের সাধারণ গ্রাহকরা এই প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছেন। অভিযোগ, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোকে মূলত আদানি এবং আম্বানির মতো পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যেই এই বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। ২০২১ সালের অধিবেশনে ব্যাংক বেসরকারীকরণের লক্ষ্যে সংসদে বিল পাসের চেষ্টা করেছিল সরকার।