হরি ঘোষ, দুর্গাপুর : মুচিপাড়ায় প্রকাশ্য দিবালোকে ছুরির আঘাতে আহত দুজন। গুরুতর অবস্থায় দুজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন মনি মূর্মূ, বয়স ৩৩ বছর ও উত্তম মূর্মূ, বয়স ৪০ বছর। দুজনের মধ্যে মনি মূর্মূর অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে তার মৃত্যু হয়। অভিযুক্ত প্রতিবেশী যুবককে মলানদিঘী ফাঁড়ির পুলিশ আটক করে নিয়ে যায়।
এলাকাবাসীরা জানায়, সকাল থেকে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ শুরু হয়। এই বিবাদের জেরে প্রকাশ্য দিবালোকে ছুরি চালিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মলান দিঘি ফাঁড়ির পুলিশ। প্রতিবেশী যুবককে মলানদিঘি ফাঁড়ির পুলিশ আটক করে নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।