নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে আজ হাজিরা দিলেন না মন্ত্রী মলয় ঘটক ও তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো। কয়লা পাচারকাণ্ডের তদন্তে আজ জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের হেভিওয়েট নেতা, আইন ও পূর্ত দফতরের মন্ত্রী মলয় ঘটককে তলব করে ইডি। একইসঙ্গে এই মামলায় পুরুলিয়ার বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোকেও তলব করা হয়েছিল। দু’জনকেই আজ সকাল ১১টায় হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু, দুজনেই দিল্লির ইডি দফতরে যাননি। ইডি সূত্রে খবর, ইমেল করে সুশান্ত জানিয়েছেন, তিনি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ব্যস্ত। তাই তিনি যেতে পারবেন না। ইডি’র অফিসাররা চাইলে তাঁকে রাজ্যে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন।