নিজস্ব সংবাদদাতা: অ্যান্টার্কটিকা থেকে ৭ হাজার কিলোমিটার দূরের আগ্নেয়গিরি। সেখান থেকে অগ্ন্যুৎপাতের ফলে বরফে ঢাকা মহাদেশের আকাশে বিচিত্র আলোক-মালা। বিশেষজ্ঞদের মতে, সাত মাস আগে টনগান আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে একটি 'আফটারগ্লো এফেক্ট' দেখা গিয়েছিল। যার ফলে রঙিন হয়ে উঠেছিল রাতের আকাশ। বেগুনি এবং কমলা রঙের আলো দেখা গিয়েছে ।
"সাধারণত মধ্য-শীতকালে, অ্যান্টার্কটিকায় প্রায় অবিচ্ছিন্নভাবে অন্ধকার থাকে। মধ্যাহ্নের কাছাকাছি সময়ে সামান্য 'নটিক্যাল টোয়াইলাইট' ছাড়া মোটের ওপর অন্ধকার বিরাজ করে", বলেছেন স্কট বেসে অবস্থিত এক বিশেষজ্ঞ।