দিনহাটা মহকুমা হাসপাতালে খোলা হচ্ছে পেডিয়াট্রিক কোভিড ইউনিট

author-image
New Update
দিনহাটা মহকুমা হাসপাতালে খোলা হচ্ছে পেডিয়াট্রিক কোভিড ইউনিট

সুদীপ ব্যানার্জী, কোচবিহার: করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদের রক্ষা করতে দিনহাটা মহকুমা হাসপাতালে খোলা হচ্ছে পেডিয়াট্রিক কোভিড ইউনিট। ইতিমধ্যে এই ইউনিট খোলার জন্য আর্থিক ভাবে সহযোগিতা করছে শিশু মঙ্গল সমিতি। রবিবার থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হল আধুনিক এই ইউনিটের কাজ। হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে প্রাথমিক ভাবে ২০ টি বেড রাখা হবে। পাশাপাশি  সাথে থাকবে চিকিৎসার আধুনিক সরঞ্জাম। সদ্যজাত শিশুদের চিকিৎসা দেবার জন্য মহকুমা হাসপাতালে অনেক আগেই খোলা হয়েছিলো এসএনসিইউ এর মতো আধুনিক বিভাগ। এবার শিশুদের কোভিড সহ অন্যান্য রোগের উন্নত চিকিৎসা পরিষেবা দিতে খোলা হচ্ছে পেডিয়াট্রিক কোভিড  ইউনিটের মত আধুনিক বিভাগ। শিশুমঙ্গল সমিতির অন্যতম সদস্য বিশু ধর জানান, হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে দ্রুত এই ইউনিট চালু করতে। কারণ করোনার তৃতীয়  ঢেউ মোকাবিলায় আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। হাসপাতাল সুপার রনজিৎ মণ্ডল বলেন, ‘আমরা দ্রুততার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি, যাতে খুব শীঘ্রই আধুনিক এই ইউনিট চালু করে তার পরিষেবা শিশুদের পৌঁছে দিতে পারি।