৭ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট পাবে শ্রীলঙ্কাঃ স্পিকার

author-image
Harmeet
New Update
৭ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট পাবে শ্রীলঙ্কাঃ স্পিকার

নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ টালবাহানার পর অবশেষে ইস্তফা দিয়েছেন গোতাবায়া রাজাপাক্ষে। আগামী সাতদিনের মধ্যে শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে, শুক্রবার এমনটাই ঘোষণা করলেন সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনা। তিনি জানান, আজ আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদ থেকে গোতাবায়া রাজাপক্ষের ইস্তফা গ্রহণ করা হয়েছে। শীঘ্রই নতুন প্রেসিডেন্ট নির্বাচন করে দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। 

                                             

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকার মাহিন্দা ইয়াপা জানান, গোতাবায়া রাজাপাক্ষের ইস্তফা গ্রহণ করার পরই সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন, তা নিয়ে আলোচনা করা হবে বৈঠকে। আগামী ২০ জুলাই প্রেসিডেন্ট নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। ১৯ জুলাই মনোনয়ন গ্রহণ করা হবে।