BREAKING : পাক অধিকৃত কাশ্মীর (POK) আমাদের, কেন্দ্র দখল করুক ! ফের পাক অধিকৃত কাশ্মীর (POK) দখলের দাবি তুললেন ওয়াইসি
BREAKING : ৭০ বছর ধরে ভারতে বসবাসকারী মানুষদের তাড়িয়ে দেওয়া উচিৎ নয় ! পাকিস্তানি নাগরিকদের বিষয়ে কি বললেন ফারুক আবদুল্লাহ
BREAKING : জাতিভিত্তিক জনগণনা নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া
BREAKING : নির্বাচন তালিকায় স্বচ্ছতা আনার জন্য বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন ! দেখুন বড় খবর
মুহুর্তের আগুনে সব শেষ গোলগ্রামে
মেছুয়া বাজার অগ্নিকাণ্ডে এবার ঘটনাস্থলে খোদ মুখ্যমন্ত্রী
হঠাৎ ভূ-স্বর্গে NIA-র DG, কিছু একটা হতে চলেছে কি!
Breaking : দাবানলের গ্রাসে জেরুজালেম, আগুন ছড়াচ্ছে শহরের দিকে
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিকদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

author-image
Harmeet
New Update
রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : মাথায় গভীর ক্ষত, একাধিকবার ধারালো কোনো বস্তু দিয়ে আঘাত করার চিহ্ন সমেত রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে সাতসকালে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার জাড়া গ্রাম পঞ্চায়েত তাতালপুর গ্রামে।


পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, তাতালপুর এলাকার বাসিন্দা সনাতন সাঁতরা (৬০) তাতালপুরের কোটালপাড়ার বাসিন্দা। বাড়ি থেকে কিছু দূরেই জনবহুল এলাকায় সাতসকালে তার রক্তাক্ত মৃতদেহটি পড়ে থাকতে দেখা যায়। শরীর থেকে বেরিয়ে যাচ্ছিল তাজা রক্ত। এই ঘটনায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য, খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে দ্রুত চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতের পরিবারের দাবি , সনাতনকে খুন করা হয়েছে। কারণ তাদের অনুমান মাথায় কোন ভারী ধারালো বস্তু দিয়েই একাধিকবার আঘাত করার ফলে মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। পরিবারের দাবি, অবিলম্বে ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের পুলিশ চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক, এমনকি মৃতদেহের পাশ থেকে একাধিক নমুনা সংগ্রহ করেছে চন্দ্রকোনা থানার রামজীবনপুর ফাঁড়ির পুলিশ। যদিও পুলিশের প্রথমিক অনুমান, মাথায় ভারি কোনও বস্তু দিয়ে আঘাত করা হতে পারে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই পুরো বিষয়টি জানা যাবে।