নিজস্ব সংবাদদাতাঃ ক্রমাগত ভারী বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রের পালগড় জেলায়। এরফলে বিপদসীমার ওপর দিয়ে বইছে বৈতরনা নদী ও তানসা নদী।
যার ফলে পালগড়ে জারি হল রেড অ্যালার্ট। উল্লেখ্য, গতকাল মোদক সাগর থেকে বৈতরনা নদীতে ৩৫ হাজার কিউসেক জল ছেড়ে দেওয়া হয়েছিল। যার ফলে পরিস্থিতি আরও খারাপের পথে যাচ্ছে।