ভারী বিপদের আশঙ্কা, পালগড়ে জারি হল রেড অ্যালার্ট

author-image
Harmeet
New Update
ভারী বিপদের আশঙ্কা, পালগড়ে জারি হল রেড অ্যালার্ট

নিজস্ব সংবাদদাতাঃ ক্রমাগত ভারী বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রের পালগড় জেলায়। এরফলে বিপদসীমার ওপর দিয়ে বইছে বৈতরনা নদী ও তানসা নদী। 





Heavy rains in Palghar; 2 washed away in flood waters | Deccan Herald





যার ফলে পালগড়ে জারি হল রেড অ্যালার্ট। উল্লেখ্য, গতকাল মোদক সাগর থেকে বৈতরনা নদীতে ৩৫ হাজার কিউসেক জল ছেড়ে দেওয়া হয়েছিল। যার ফলে পরিস্থিতি আরও খারাপের পথে যাচ্ছে।





Monsoon 2020: In Palghar Child Caught In Flash Floods Clung On To Tree For  5 Hours Before Being Rescued