সাধারন মানুষের সঙ্গে মিশে দালাল ধরলেন খোদ বিডিও

author-image
Harmeet
New Update
সাধারন মানুষের সঙ্গে মিশে দালাল ধরলেন খোদ বিডিও

নিউজ ডেস্ক, পূর্ব মেদিনীপুরঃ সরকারি বিনামূল্যের ফর্ম টাকার বিনিময়ে বিক্রি করতে গিয়ে নন্দকুমারের বিডিওর হাতে ধরা পড়লেন এক দালাল। শুধু নন্দকুমার বা পূর্ব মেদিনীপুর নয় এই অবৈধ কাজকর্ম গোটা রাজ্য জুড়ে চলছে। এমনকি মুখ্যমন্ত্রী নিজের মুখেই এই অবৈধ কাজ কর্মের বিরুদ্ধে কথা বলে এসেছেন প্রায় জায়গায়। আজ পূর্ব মেদিনপুর জেলার নন্দকুমারে  এই রকম এক অসাধু চক্রের পর্দা ফাঁস করলেন নন্দকুমারের বিডিও শানু বক্সী। অভিযুক্তকে একবারে ফিল্মি কায়দায় হতেনাতে ধরে ফেলে নন্দকুমার এর বিডিও। প্রথমে নন্দকুমার এর বিডিও ওই অভিযুক্ত দালালের কাছে গিয়ে সাধারণ মানুষের মতোই লাইনে দাড়ান। এরপর একটি ফর্ম কেনেন। তারপর টাকা দেওয়ার সময় হাতেনাতে তাকে ধরে  স্থানীয় প্রশাসনিক তথা নন্দকুমারের পুলিশ প্রশাসনের হাতে অভিযুক্তকে তুলে দেন তিনি। মুলত ওই ব্যাক্তি সরকারি ফর্ম যেগুলো বিনামুল্যে পাওয়া যায়, সেই ফর্ম টাকার বিনিময়ে সাধারন মানুষকে বিক্রি করত।