বিরোধীদের সহমত, প্রধানমন্ত্রী হতে পারেন সাজিথ

author-image
Harmeet
New Update
বিরোধীদের সহমত, প্রধানমন্ত্রী হতে পারেন সাজিথ

নিজস্ব সংবাদদাতাঃ  চলমান অর্থনৈতিক সংকটের জেরে ফের উত্তাল হয়ে উঠেছে শ্রীলঙ্কা। রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাক্সার সঙ্গে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগেরও দাবি তুলেছেন শ্রীলঙ্কার সাধারণ মানুষ। 





Sri Lanka President Rajapaksa faces 'terrible, massive protests' unless he  quits - BBC News





এই পরিস্থিতিতে সর্বদলীয় সরকার গঠনের পক্ষে রয়েছেন রনিল বিক্রমাসিংহে। 





Sri Lanka: Protesters 'will occupy palace until leaders go' - BBC News





তবে বিরোধীদের তরফে প্রধানমন্ত্রী হিসাবে সাজিথ প্রেমাদাসার পক্ষে সহমত প্রকাশ করা হয়েছে। এখন সব ঠিক থাকলে সাজিথ প্রেমাদাসাই হতে পারেন শ্রীলঙ্কার পরবর্তী প্রধানমন্ত্রী।