নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কায় ক্রমে বাড়ছে বিক্ষোভ। চলমান অর্থনৈতিক সংকটের জেরে ফের একবার উত্তাল হয়ে উঠেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তুলে বিক্ষোভ শুরু করেছে সাধারণ মানুষ।
এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা ছেড়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছেন রাজাপাক্সা। তবে সেখানেও বিক্ষোভ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুরে গিয়েছেন গোটাবায়া রাজাপাক্সা।
এই ক্ষেত্রেও রাজাপাক্সার সিঙ্গাপুরে আশ্রয় নেওয়ার জল্পনা শুরু হয়েছিল। তবে জল্পনার অবসান ঘটিয়ে সিঙ্গাপুরের তরফে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণে সিঙ্গাপুরে গিয়েছেন রাজাপাক্সা। সিঙ্গাপুরে আশ্রয় নেবেন না তিনি।