মিড মে মিলের সবজি জোগাবে কিচেন গার্ডেন

author-image
Harmeet
New Update
মিড মে মিলের সবজি জোগাবে কিচেন গার্ডেন



হরি ঘোষ, দুর্গাপুর : মিড-ডে মিলের জন্য শাকসবজির চাহিদা মেটাতে, দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের ছাদের উপরে রান্নাঘরের বাগান স্থাপন করা হয়েছে। ছাদের ওপরের কিচেন গার্ডেন সংস্কারের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো শাক-সবজি তোলা হয়, যা মিড-ডে মিলে ব্যবহার করা হবে। 











 বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাঃ কালিমুল হক জানান, 'বৃহস্পতিবার বিদ্যালয়ের ছাদের বাগান থেকে বরবটি ও বেগুন তোলা হয়। মিড-ডে মিলে ব্যবহার করা হবে।'  তিনি বলেন, 'বিদ্যালয়ের খালি ছাদের বারান্দায় আরও ছাদ বাগান বানানো হবে , যাতে বিদ্যালয়ে মিড-ডে মিলের প্রয়োজনীয় সবজির চাহিদা মেটানো যায়।'