নিজস্ব সংবাদদাতাঃ করোনার পর এবার নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে আরও এক রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে মাঙ্কি পক্স নিয়ে সতর্ক করা হয়েছে। এবার ভারতেও সেই রোগের প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই দেশের সব রাজ্যকে চিঠি দিয়ে সতর্ক করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার রাজ্যগুলোকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, রোগ নিয়ন্ত্রণে কী কী ব্যবস্থা নিতে হবে।
যে সব নির্দেশিকা দেওয়া হয়েছে-
১. উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করাতে হবে। ঠিক সময়ে উপসর্গ চিনে চিকিৎসা শুরু করে দেওয়া জরুরি। সেই সঙ্গে আক্রান্তের সংস্পর্শে কারা এসেছিলেন, সেটাও চিহ্নিত করার কথা বলা হয়েছে।
২. কেউ অন্য দেশ থেকে এলে তাঁর শরীরে উপসর্গ রয়েছে কিনা, তা জানতে হবে।
৩. করোনার মতো এই রোগেও আইসোলেশনে থাকতে হবে। কারও সংস্পর্শে এলে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে।
৪. চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বলে উল্লেখ করা হয়েছে। তাই রোগ যাতে শরীরে থাবা বসাতে না পারে, তার জন্য সবরকমের সতর্কতা অবলম্বন করতে হবে।
৫. এই রোগের চিকিৎসার জন্য হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার কথা বলেছে কেন্দ্র। পরিকাঠামোগত সব ব্যবস্থা থাকতে হবে, প্রয়োজনীয় ওষুধপত্রের ব্যবস্থা রাখতে হবে।