ঝাড়গ্রামে গুরুত্ব বাড়ছে পর্যটনের

author-image
Harmeet
New Update
ঝাড়গ্রামে গুরুত্ব বাড়ছে পর্যটনের

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম :মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ঝাড়গ্ৰাম জেলার পর্যটন কেন্দ্রগুলিকে ঢেলে সাজানোর পরিকল্পনা বাস্তবায়িত করতে গোপীবল্লভপুরের ৪০০ বছরের প্রাচীন রাধাগোবিন্দ জিউর মন্দির, শ্রী পাট গোপীবল্লভপুরের প্রতিষ্ঠাতা রসিকানন্দ মহাপ্রভুর বংশধরদের ভগ্নপ্রায় সমাধিস্থল ও গোপীবল্লভপুরের ইকো পার্ক পরিদর্শন করলেন ঝাড়গ্ৰাম জেলার অতিরিক্ত জেলাশাসক অবনিত পুনিয়া, আইএএস।





 বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলাশাসক ও ঝাড়গ্রাম জেলার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্রকে সঙ্গে নিয়ে গোপীবল্লভপুর ইকো পার্ক এবং রসিকানন্দ মহাপ্রভুর বংশধরদের ভগ্নপ্রায় সমাধিস্থল পরিদর্শন করার পাশাপাশি পর্যটকদের কাছে ওই সব জায়গাগুলোকে আরও কিভাবে আকর্ষণীয় করে তোলা যায় তার বিষয়ে পর্যালোচনা করেন।