নিজস্ব সংবাদদাতাঃ মাসের পর মাস ধরে বন্ধ থাকা ফ্ল্যাটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজারহাটের রায়গাছি এলাকায়। জানা গিয়েছে, সোমা পাল নামের এক মহিলা সম্প্রতি থানায় গিয়ে অভিযোগ জানান, যে চলতি বছরের মার্চ মাস থেকে তাঁর ফ্ল্যাটটি বন্ধ ছিল। এরপর যখন তিনি ১৩ জুলাই ফ্ল্যাটে যান গিয়ে দেখেন বেশ কয়েকটি জিনিস নেই। সোমা পালের অভিযোগ, তাঁর বাড়ির দরজার তালা ভেঙে বাড়ি থেকে চুরি করা হয়েছে।
পুলিশ ইতিমধ্যে আইপিসি ৪৬১/৩৭৯ ধারায় মামলা রুজু করেছে। এরপর গোপন সূত্রে খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ বৃহস্পতিবার হোসেন আলি হাজরাকে গ্রেফতার করেছে। পুলিশ তাঁর কাছ থেকে গ্যাস ওভেন, মিক্সার গ্রাইন্ডার, নন স্টিক প্যান, স্যামসাং কোম্পানির টিভি, সোনির ব্লুটুথ স্পিকার, টাটা স্কাইয়ের সেট টপ বক্স, ওয়াল মিস্কার র্যাপ, ডেস্কটপ মনিটর, মাউস, কীবোর্ড, সিপিউ, ডিভিআর, এসি, স্ক্যানার।