ঝাড়গ্রাম জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল আইসিডিএস কর্মীরা

author-image
Harmeet
New Update
ঝাড়গ্রাম জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল আইসিডিএস কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম :বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ঝাড়গ্রাম জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলেন আইসিডিএস কর্মীরা।বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষ থেকে ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্ক থেকে মিছিল করে ডেপুটেশন কর্মসূচি পালন করে। পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির পক্ষ থেকে বিভিন্ন দাবি নিয়ে বৃহস্পতিবার ডেপুটেশন দেওয়া হয়।




 তাদের দাবি গুলির মধ্যে অন্যতম দাবি গুলি হলো আইসিডিএস কর্মীদের স্থায়ীকরন করতে হবে , আইসিডিএস কর্মী ও সহায়িকাদের ২১ হাজার টাকা বেতন করতে হবে, বাজারদর অনুযায়ী ডিম, সবজি ও জ্বালানির দাম নির্ধারিত করতে হবে। তাদের দাবিগুলি দ্রুত রূপায়ন করার জন্য জেলা শাসক ও ডিপিও আধিকারিককে ওই সংগঠনের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়। দাবি গুলি দ্রুত রূপায়ন করা না হলে তাদের সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে ঝাড়গ্রাম জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন শুরু করা হবে বলে পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির পক্ষ থেকে জানানো হয়।