নিজস্ব সংবাদদাতাঃ দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ ইস্যুতে ফের একবার সরব হলেন অল ইন্ডিয়া মজলিস-এ ইত্তেহাদুল প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।
তিনি বলেন, 'চিনের ভুলের পুনরাবৃত্তি করা উচিত নয়। আমি এমন কোনও আইনকে সমর্থন করব না যা ২ টি শিশুকে কেবল নীতি বাধ্যতামূলক করে কারণ এটি দেশের উপকারে আসবে না। ভারতের মোট উর্বরতার হার কমছে, ২০৩০ সালের মধ্যে তা স্থিতিশীল হয়ে যাবে।'