নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় সরকার বিরোধী সহিংস আন্দোলনে একজন নিহত ও ৮৪ জন আহত হয়েছেন। বুধবার রাজধানী কলম্বো, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দিনভর সংঘর্ষের পর হতাহতের খবর পাওয়া গেছে। রাজধানী কলম্বোর গুরুত্বপূর্ণ কার্যলয়গুলো দখলে নেয় ক্ষুব্ধ আন্দোলনকারীরা। সহিংসতা ঠেকাতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশা মানুষের বিক্ষোভ ঠেকাতে গেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর বিভিন্ন জায়গায়। আহত অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।